আবুল ও মসিউরের দুর্নীতি প্রমাণিত
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন এবং প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের দুর্নীতির সংশ্লিষ্টতা এখন প্রমাণিত। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে তাঁদের বাদ দেওয়ায় প্রমাণিত হয়েছে তাঁরা ঘুষখোর।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার পার্বত্য নাগরিক পরিষদ আয়োজিত রাঙামাটিতে বাঙালিদের ওপর আদিবাসীদের হামলার প্রতিবাদে এক মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। আবুল হোসেন ও মসিউর রহমানকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ।
জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, পাহাড়ে বাঙালিদের ওপর অমানুষিক অত্যাচার চলছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাঙালিরা পার্বত্য অঞ্চলে থাকতে পারবে না এবং কেন জমি কিনতে পারবে না, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান বিএনপির এই নেতা।
জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, পাহাড়ে বাঙালিদের ওপর অমানুষিক অত্যাচার চলছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাঙালিরা পার্বত্য অঞ্চলে থাকতে পারবে না এবং কেন জমি কিনতে পারবে না, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান বিএনপির এই নেতা।
No comments