ফাউন্ডেশন ব্যবহারের পদ্ধতি

* প্রথমে হাতে অল্প একটু ফাউন্ডেশন নিন। শুরুতেই
মুখে সরাসরি ফাউন্ডেশন লাগাবেন না।


* আঙুলের ডগা বা ভিজে স্পঞ্জ দিয়ে অতিরিক্ত পানি
ঝরিয়ে ফেলুন।

* মুখ থেকে কান পর্যন্ত, ভ্রূর মাঝখান থেকে নাকের
ওপর, থুঁতনি থেকে ঘাড়ে ফাউন্ডেশন লাগান।

* চোখের তলায়, ঘাড়ের কাছে ও হেয়ার লাইনের
চারপাশে ভাল করে ফাউন্ডেশন ব্লেন্ড করুন।
তাড়াহুড়া করবেন না। একটু সময় নিয়ে করুন।
চোখের পাতার উপরের অংশে ফাউন্ডেশন লাগাতে
ভুলবেন না। পরিষ্কার শুকনো টিস্যু হাল্কাভাবে চেপে
চেপে ব্যবহার করুন।

* লিপস্টিক লাগানোর সময়
* মোটা ঠোঁটে ন্যাচারাল লিপ লাইনের ভেতরে
আউটলাইন করুন। সফট সাটল মেডের লিপস্টিক
ব্যবহার করুন।

* সরু ঠোঁটে ব্রাইট কালার ও লিপ গ্লস বেছে নিন।
ন্যাচারাল লিপলাইনের ঠিক বাইরে আউটলাইন
করুন। তারপর আউটলাইনে যে রং ব্যবহার করা
হয়েছে, তার থেকে একশেড হাল্কা লিপস্টিক
লাগান।

* লিপস্টিক লাগানোর পরে অল্প পাউডার লাগান,
লিপস্টিক বেশিক্ষণ থাকবে। লিপস্টিক লাগানোর
পরে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন।
ঠোঁট শুকিয়ে ম্যাড়মেড়ে হয়ে গেলে সামান্য
মিল্কক্রিম বা দুধের সর ও কয়েক ফোঁটা লেবুর রস
মিশিয়ে লাগান।

তাহমিনা মিলি

No comments

Powered by Blogger.