সবচেয়ে প্রভাবশালী নারী মারকেল

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। এই নিয়ে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা তালিকার শীর্ষস্থানে টানা দ্বিতীয়বারের মতো রইলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তালিকায় প্রভাব বিস্তার করেছেন রাজনীতিক, ব্যবসায়ী ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত নারীরা।


তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিউমা হুসেফ। আর ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী রয়েছেন ছয় নম্বর স্থানে। নীতি নির্ধারণ, বিনোদন, প্রযুক্তি, অলাভজনক সংস্থাসহ অন্যান্য ক্ষেত্রে যেসব নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তাঁদের মধ্য থেকে প্রতিবছর প্রভাবশালী শত নারীর তালিকা তৈরি করে থাকে ফোর্বস। এবারের তালিকায় ২৮টি দেশের নারীরা স্থান পেয়েছেন। তাঁদের গড় বয়স ৫৫ বছর। তালিকায় বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মেলিন্ডা গেটস চতুর্থ এবং নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক জিল আব্রামসন পঞ্চম স্থানে রয়েছেন। আর যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা রয়েছেন তালিকার সপ্তম স্থানে। সূত্র : রয়টার্স, এএফপি।

No comments

Powered by Blogger.