বৃষ্টি এলে কাগজ দিয়ে নৌকা বানাই তারপরে কী হয় সে খবর ধীরে জানাই— নৌকা ভাসাই উঠানের ওই অল্প জলে বলতে থাকি তারপরে সব গল্প ছলে— নৌকাতে দিই ধানের ছড়া ধানগুলো দেয় ফাল— নৌকা তাদের পছন্দ নয় ওটাই হলো কাল। উল্টে গেল নৌকা আমার ডুবল ধানের ছড়া এমন যদি হতেই থাকে তখন কী আর করা...
No comments