প্রযুক্তির সঙ্গে...
প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কম্পিউটার সোর্স লিমিটেডের সঙ্গে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান তিনি। বলেন, ‘আমাকে বলার পর আমি এ প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়েছি এবং জেনেছি তারা প্রায় ৩৭টি আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের পরিবেশক।
এসব পণ্যের মধ্যে থাকা নরটন অ্যান্টিভাইরাস আমি গত দুই বছর ধরে ব্যবহার করছি। পরে জেনেছি নরটনের পরিবেশকও তারা।’ প্রযুক্তি আর ক্রিকেটের বর্তমান সম্পর্ক দারুন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বের অনেক ক্রিকেট দলই প্রযুক্তি ব্যবহার করে খেলার অনুশীলন করে! যেখানে প্রযুক্তি ব্যবহার করে খেলোয়াড়ের সামনে প্রতিদ্ধন্ধি খেলোয়াড়ের সকল কৌশল প্রয়োগ করা হয়। প্রযুক্তিই এসব সহজ করে দিয়েছে আর এর মাধ্যমে আমরাও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতো পারবো বলে আশাবাদী।
২৪ জুন ঢাকায় জমকালো এক আয়োজনের মাধ্যমে কম্পিউটার সোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের চেয়ারপার্সন সৈয়দা মাজেদা মেহেরনিগার, ব্যবস্থাপনা পরিচালক এ এইচ মাহফুজুল আরিফ, পরিচালক এস এম মহিবুল হাসান, আসিফ মাহমুদসহ অনেকে।
২৪ জুন ঢাকায় জমকালো এক আয়োজনের মাধ্যমে কম্পিউটার সোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের চেয়ারপার্সন সৈয়দা মাজেদা মেহেরনিগার, ব্যবস্থাপনা পরিচালক এ এইচ মাহফুজুল আরিফ, পরিচালক এস এম মহিবুল হাসান, আসিফ মাহমুদসহ অনেকে।
No comments