আপনি কি জানেন-অলিম্পিক পদক

অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী দেশ যুক্তরাষ্ট্র। তারা ৯০৭টি সোনা, ৬৯৭টি রুপা ও ৬১৫টি ব্রোঞ্জসহ পদক জিতেছে মোট ২১১৯টি। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার পদকের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে ৭৪৯টি কম। তাদের অর্জন ১৩৭০টি পদক। এর মধ্যে সোনা আছে ৫২৫টি, রুপা ৪৩৬টি ও ব্রোঞ্জ ৪০৯টি।


যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরের অবস্থানে থাকা দেশগুলো হচ্ছে: জার্মানি (৭৮৪টি পদক), গ্রেট ব্রিটেন (৬৬৮টি পদক), ফ্রান্স (৬৩১টি পদক), ইতালি (৫১১টি পদক), সুইডেন (৪৭৬টি পদক), হাঙ্গেরি (৪৬০টি পদক), অস্ট্রেলিয়া (৩৯৯টি পদক)। অলিম্পিকে সর্বাধিক পদকপ্রাপ্ত দেশের তালিকায় নাম ছিল সাবেক পূর্ব জার্মানির। ১৯৯০ সালে দুই জার্মানি একীভূত হয়ে যাওয়ার আগে পূর্ব জার্মানি সর্বশেষ ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে অংশগ্রহণ করে। পূর্ব জার্মানির মোট পদকসংখ্যা ৪৪৫। ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.