সমালোচনার মুখে ক্যামেরন by উজ্জ্বল দাশ

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির দীর্ঘদিনের অনুদানদাতা ও শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিরা নাইটহুড উপাধি পাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত শনিবার বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ মনোনীত ব্যক্তিদের মধ্যে এই সম্মাননা প্রদান করেন। নাইট উপাধি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পল রুডক। তাঁর প্রতিষ্ঠান লেনসডন পার্টনার নর্দার্ন রকের শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ১০ কোটি পাউন্ড হাতিয়ে


নিয়েছে। ২০০৩ সালের পর থেকে রুডক কনজারভেটিভ পার্টির কোষাগারে পাঁচ লাখ পাউন্ডেরও বেশি অর্থ অনুদান দিয়েছেন।
অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের সাবেক চেয়ারম্যান ও কনজারভেটিভ পার্টির অর্থের অন্যতম জোগানদাতা ডউগ ইলিসকেও নাইটহুড সম্মাননা দেওয়া হয়েছে। গত নির্বাচনের আগ পর্যন্ত নয় বছরে কনজারভেটিভ পার্টির কোষাগারে তাঁর প্রতিষ্ঠানের দেওয়া অর্থের পরিমাণ এক লাখ ৭৫ হাজার পাউন্ডেরও বেশি।
খ্রিষ্টীয় নববর্ষ আর মধ্য জুনে রানির দাপ্তরিক জন্মদিন—এই দুই উপলক্ষ সামনে রেখে নাইটহুড সম্মাননার জন্য একটি তালিকা করা হয়। সমাজের যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সরকারের বিভিন্ন দপ্তর থেকে পাঠানো ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
প্রধান বিরোধী দল লেবার পার্টির একজন মুখপাত্র অভিযোগ করেছেন, সম্মাননা দেওয়ার ক্ষেত্রে নিজ দলের মোটা অঙ্কের অনুদান দেওয়া লোকদের মনোনীত করে নিজ স্বার্থ হাসিল করেছেন ক্যামেরন।

No comments

Powered by Blogger.