সিরিয়া থেকে পর্যবেক্ষক প্রত্যাহারের আহ্বান
সহিংসতা অব্যাহত থাকায় সিরিয়া থেকে পর্যবেক্ষকদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আরব লিগের উপদেষ্টা কমিটি। কমিটি বলছে, আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ হচ্ছে না। এক বিবৃতিতে আরব পার্লামেন্টের স্পিকার সালেম আল-দিকবাসসি আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির প্রতি সিরিয়ায় নিরপরাধ বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত থাকার বিষয়টি বিবেচনা করে দ্রুত পর্যবেক্ষকদের প্রত্যাহারের আহ্বান জানান।
আরব লিগের ২২টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধি নিয়ে আরব পার্লামেন্টের উপদেষ্টা কমিটি গঠিত। কমিটিতে ৮৮ জন সদস্য রয়েছেন।
বিবৃতিতে দিকবাসসি বলেন, ‘সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন আরব লিগের প্রটোকলের পরিষ্কার লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি, পর্যবেক্ষকদের উপস্থিতিতে সিরিয়ায় সহিংসতার মাত্রা বাড়ছে। এতে করে আরব জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।’
আগামী বৃহস্পতিবার আরব লিগ যখন সিরিয়ায় আরও একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন দিকবাসসি এ বিবৃতি দিলেন। আরব লিগের সিরিয়াবিষয়ক কার্যক্রমের প্রধান আদনান আল খোদের বলেন, সৌদি আরব, বাহরাইন ও তিউনিসিয়ার আরও ২০ জন পর্যবেক্ষককে সিরিয়ায় পাঠানোর কথা রয়েছে।
সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে গত মঙ্গলবার সিরিয়ায় কাজ শুরু করে পর্যবেক্ষক দল। গত ২৬ ডিসেম্বর থেকে এক মাসের মিশনে পর্যবেক্ষকদের পাঠানো শুরু করে আরব লিগ। তারা দেশটিতে যাওয়ার পর থেকে সেখানে নিহতের সংখ্যা বাড়ছেই।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রোববার একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে সাত বছরের এক শিশু নিহত হয়। গত শনিবার হোমস প্রদেশের কেন্দ্রস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়। একই দিন হোমস শহরের কাছের একটি গ্রামে দুটি লাশ পাওয়া যায়। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। প্রতিবেদনে বলা হয়, সরকারের অনুগত বাহিনী অপহরণের পর তাদের গুলি করে হত্যা করে। এ ছাড়া দারিয়া শহরে স্বাধীনতার পতাকা উত্তোলনের সময় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে ২০ জন আহত হয়।
বিক্ষোভকারীরা বলছেন, সিরিয়ায় পর্যবেক্ষক দল আসার পর থেকে এ পর্যন্ত ১৫০ জন লোক নিহত হয়। এএফপি, বিবিসি।
বিবৃতিতে দিকবাসসি বলেন, ‘সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন আরব লিগের প্রটোকলের পরিষ্কার লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি, পর্যবেক্ষকদের উপস্থিতিতে সিরিয়ায় সহিংসতার মাত্রা বাড়ছে। এতে করে আরব জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।’
আগামী বৃহস্পতিবার আরব লিগ যখন সিরিয়ায় আরও একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন দিকবাসসি এ বিবৃতি দিলেন। আরব লিগের সিরিয়াবিষয়ক কার্যক্রমের প্রধান আদনান আল খোদের বলেন, সৌদি আরব, বাহরাইন ও তিউনিসিয়ার আরও ২০ জন পর্যবেক্ষককে সিরিয়ায় পাঠানোর কথা রয়েছে।
সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে গত মঙ্গলবার সিরিয়ায় কাজ শুরু করে পর্যবেক্ষক দল। গত ২৬ ডিসেম্বর থেকে এক মাসের মিশনে পর্যবেক্ষকদের পাঠানো শুরু করে আরব লিগ। তারা দেশটিতে যাওয়ার পর থেকে সেখানে নিহতের সংখ্যা বাড়ছেই।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রোববার একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে সাত বছরের এক শিশু নিহত হয়। গত শনিবার হোমস প্রদেশের কেন্দ্রস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়। একই দিন হোমস শহরের কাছের একটি গ্রামে দুটি লাশ পাওয়া যায়। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। প্রতিবেদনে বলা হয়, সরকারের অনুগত বাহিনী অপহরণের পর তাদের গুলি করে হত্যা করে। এ ছাড়া দারিয়া শহরে স্বাধীনতার পতাকা উত্তোলনের সময় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে ২০ জন আহত হয়।
বিক্ষোভকারীরা বলছেন, সিরিয়ায় পর্যবেক্ষক দল আসার পর থেকে এ পর্যন্ত ১৫০ জন লোক নিহত হয়। এএফপি, বিবিসি।
No comments