আবার শহীদ কাপুরের সঙ্গে by ফারহানা আদৃতা
বদমাশ কোম্পানি' ছবিতে তাঁরা দুজন পর্দা জুটি হয়ে অভিনয় করেছিলেন। দর্শকও দারুণভাবে গ্রহণ করেছিল তাঁদের। কিন্তু 'বদমাশ কোম্পানি' ছবিটি বঙ্ অফিসে ভালো সাড়া জাগানোর পরও এত দিন তাঁদের দুজনকে আবার একসঙ্গে রুপালি পর্দায় উপস্থিত করানোর জন্য তেমন কোনো নির্মাতাকে সচেষ্ট হতে দেখা যায়নি। তবে এবার এ ব্যাপারে তৎপর হয়েছেন 'ব্যান্ড বাজা বারাত' এবং হালের 'লেডিস ভার্সেস রিকি বাহল' ছবির পরিচালক মনীষ শর্মা।
তিনি নিজের পরিচালনায় নির্মিতব্য তৃতীয় ছবিটিতে শহীদ কাপুর-আনুশকা শর্মাকে আবার পর্দা জুটি হিসেবে নিয়ে আসছেন। মনীষ তাঁর তৃতীয় ছবির পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এ ছবিতেও তিনি নায়িকা হিসেবে আনুশকা শর্মাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারছেন না। তাঁর বিপরীতে নায়ক চরিত্রে শহীদ কাপুরকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ নির্মাতা। 'মৌসুম' ছবিতে শহীদ কাপুরের দুর্দান্ত অভিনয়ে দারুণ মুগ্ধ হয়েছেন তিনি। সেই মুগ্ধতার কারণেই শহীদ কাপুরকে বাদ দিয়ে অন্য কোনো নায়কের কথা ভাবতে পারছেন না তিনি। পর্দার বাইরেও শহীদ-আনুশকার চমৎকার সম্পর্ক এ ক্ষেত্রে আবার পর্দা জুটি হয়ে পরিকল্পিত নতুন এ ছবিতে কাজ করতে বেশ সহায়ক হবে বলে ধারণা করছে অনেকেই। নির্মিতব্য নতুন এ ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন তিন-তিনটি সুপারহিট ছবি 'চাকদে ইন্ডিয়া' 'রাব নে বানাদে জোড়ি এক_ধান্টি আউর বাবলি' খ্যাত লেখক ময়দীপ সাহনি। আগামী বছরই ছবিটির শুটিং শুরু হবে। ইতিমধ্যে আনুশকা ও শহীদ নতুন এ ছবির জন্য তাঁদের সময় বের করতে উঠেপড়ে লেগে গেছেন বলে জানা গেছে।
No comments