এমপির কথা : হয়েছে, হয়ে যাবে
এ আসনের এমপি মো. শাহাবউদ্দিন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রসঙ্গে বলেন, 'ইতিমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির বেশ কিছু পূরণ করা হয়েছে। গত বিএনপি সরকারের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি বন্ধ ছিল। দুই বছরে বড়লেখা ও জুড়ী উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আগামীতে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এমপিওভুক্তির আওতায় চলে আসবে। দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ডের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে।
বড়লেখা-কুলাউড়া সড়কের কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ড পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ ১০ কোটি টাকা ব্যয়ে কুলাউড়া-চান্দগ্রাম সড়কের উন্নয়নকাজ শুরু করেছে। কুলাউড়া-শাহবাজপুর রুটে ট্রেন চালুর বিষয়ে একনেকে ১১৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। খুব দ্রুত পরিত্যক্ত রেললাইনের সংস্কারকাজ শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কাগজপত্রে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ এরই মধ্যে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেঙ্রে জন্য নতুন ভবন নির্মাণের টেন্ডারও হয়ে গিয়েছিল; কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে দেরি করছে। আর জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ভূমি নিয়ে জটিলতা রয়েছে। তাই সেখানে স্বাস্থ্য কমপ্লেঙ্রে ভবন নির্মাণে দেরি হচ্ছে। এ ছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার ২০টি বন্ধ কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ওই সব ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। জনসংখ্যা অনুপাতে আরো নতুন ক্লিনিক স্থাপন করা হবে। কোনো ধরনের সুবিধা আদায়ের সঙ্গে আমার আত্মীয় সংশ্লিষ্ট নেই। বড়লেখা ও জুড়ী উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা স্বাধীনভাবে সরকারের উন্নয়নকাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ যেসব ক্ষেত্রে নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকারের বাকি মেয়াদের মধ্যে এর সবই বাস্তবায়িত হবে।'
No comments