ঋণসংকটে অর্থ দেবে না চীন
অন্য কোনো দেশের সংকট উত্তরণে চীন তার ৩ দশমিক ২ ট্রিলিয়ন বৈদেশিক মুদ্রার সঞ্চয় ব্যয় করতে পারে না। ঋণসংকট মোকাবিলায় ইউরোপকে সহায়তার বিষয়ে গতকাল শুক্রবার এ মন্তব্য করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী।
উপপররাষ্ট্রমন্ত্রী ফু ইং বলেন, চীনের বৈদেশিক মুদ্রার সঞ্চয় দেশটির একান্তই নিজস্ব সঞ্চয়। ১৯৯৭ সালের এশীয় অর্থনৈতিক সংকট বেইজিংকে শিক্ষা দিয়েছে দেশটির জন্য ওই সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার সঞ্চয় রয়েছে চীনের।
উপপররাষ্ট্রমন্ত্রী ফু ইং বলেন, চীনের বৈদেশিক মুদ্রার সঞ্চয় দেশটির একান্তই নিজস্ব সঞ্চয়। ১৯৯৭ সালের এশীয় অর্থনৈতিক সংকট বেইজিংকে শিক্ষা দিয়েছে দেশটির জন্য ওই সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার সঞ্চয় রয়েছে চীনের।
No comments