তিব্বতে গায়ে আগুন দিয়েছেন আরেক বৌদ্ধ ভিক্ষু
তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একজন সাবেক বৌদ্ধ ভিক্ষু নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। তবে তিনি এখনো জীবিত রয়েছেন। এর আগে ১১ জন তিব্বতি চীনের বিভিন্ন জায়গায় একইভাবে আত্মাহুতি দিলেও তিব্বতের ভূখণ্ডের মধ্যে এ ধরনের প্রতিবাদ এবারই প্রথম বলে মনে করা হচ্ছে।
তিব্বত নিয়ে আন্তর্জাতিক আন্দোলন গোষ্ঠী বলছে, ভিক্ষুর নিজের গায়ে অগ্নিসংযোগের এই খবর নির্বাসিত তিব্বতিরা ওয়েবসাইটে পাঠিয়েছে। তাদের খবরে দাবি করা হয়েছে, তেনজিন ফুনসং নামের ৪০ বছর বয়সী সাবেক এক বৌদ্ধ ভিক্ষু তিব্বতের চান্দু এলাকায় নিজের গায়ে অগ্নিসংযোগ করেন।
তিব্বত নিয়ে আন্তর্জাতিক আন্দোলন গোষ্ঠী বলছে, ভিক্ষুর নিজের গায়ে অগ্নিসংযোগের এই খবর নির্বাসিত তিব্বতিরা ওয়েবসাইটে পাঠিয়েছে। তাদের খবরে দাবি করা হয়েছে, তেনজিন ফুনসং নামের ৪০ বছর বয়সী সাবেক এক বৌদ্ধ ভিক্ষু তিব্বতের চান্দু এলাকায় নিজের গায়ে অগ্নিসংযোগ করেন।
No comments