সিউলে জি-২০ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ
‘জি-২০’ শীর্ষ সম্মেলনের প্রতিবাদে গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। চলতি সপ্তাহে সিউলে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সিউল প্লাজা ও সিটি হলের বাইরে বিক্ষোভকারীরা গান গেয়ে ও স্লোগান দিয়ে সম্মেলনের প্রতিবাদ করে। এ সময় কয়েক হাজার দাঙ্গা পুলিশ তাদের ঘিরে রাখে। একপর্যায়ে কয়েক শ মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়।
বিক্ষোভকারীদের একজন নেতা বলেন, ‘সারা বিশ্বের ভবিষ্যতের ব্যাপারে ২০টি অভিজাত দেশের সিদ্ধান্তকে আমরা কখনোই মেনে নেব না।’
১১ ও ১২ নভেম্বর সিউলে ‘জি-২০’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিক্ষোভকারীদের একজন নেতা বলেন, ‘সারা বিশ্বের ভবিষ্যতের ব্যাপারে ২০টি অভিজাত দেশের সিদ্ধান্তকে আমরা কখনোই মেনে নেব না।’
১১ ও ১২ নভেম্বর সিউলে ‘জি-২০’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
No comments