শ্রীলঙ্কায় কয়েদিদের হামলায় ৪৮ জন আহত
শ্রীলঙ্কার একটি কারাগারে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় কয়েদিদের হামলায় পুলিশের ৪৬ জন সদস্য ও দুজন কারা কর্মকর্তা আহত হয়েছেন। রাজধানী কলম্বোর উইলিকাদা কারাগারে গতকাল রোববার এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় লুকিয়ে রাখা মাদক তল্লাশির সময় মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত কয়েদিরা পুলিশের সদস্যদের ওপর হামলা চালায়। তিন সপ্তাহ আগে দেশব্যাপী শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল দেশটির কেন্দ্রীয় কারাগারে এ অভিযান চালানো হয়।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের পরিচালক হেক্টর উইরাসিংঘে জানান, ৪৬ জন পুলিশ ও দুজন কারা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা তাঁকে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানের সময় কয়েদিরা তাঁদের মারধর করেছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগেরই বুক এবং মাথায় আঘাত করা হয়েছে।
তবে কোনো কয়েদি আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক মুখপাত্র জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে মাদক আইনে এ পর্যন্ত প্রায় তিন হাজার মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১১ হাজার ৬৩৯ জন।
এ ছাড়া বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। দেশের ৪২৫টি থানা থেকে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের সময় লুকিয়ে রাখা মাদক তল্লাশির সময় মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত কয়েদিরা পুলিশের সদস্যদের ওপর হামলা চালায়। তিন সপ্তাহ আগে দেশব্যাপী শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল দেশটির কেন্দ্রীয় কারাগারে এ অভিযান চালানো হয়।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের পরিচালক হেক্টর উইরাসিংঘে জানান, ৪৬ জন পুলিশ ও দুজন কারা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা তাঁকে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানের সময় কয়েদিরা তাঁদের মারধর করেছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগেরই বুক এবং মাথায় আঘাত করা হয়েছে।
তবে কোনো কয়েদি আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক মুখপাত্র জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে মাদক আইনে এ পর্যন্ত প্রায় তিন হাজার মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১১ হাজার ৬৩৯ জন।
এ ছাড়া বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। দেশের ৪২৫টি থানা থেকে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
No comments