কানেরিয়াকে নিয়ে পাকিস্তানি নাটক
ব্যাগট্যাগ গুছিয়ে ফেলেছেন। বাকি সব প্রস্তুতি নেওয়াও শেষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে রোববার সকালেই চেপে বসবেন দুবাইয়ের বিমানে। হঠাৎ সব গড়বড়। শনিবার গভীর রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তার ফোন পেলেন দানিশ কানেরিয়া, জানানো হলো আপাতত দুবাই যাওয়ার দরকার নেই! নাটকীয় এই সিদ্ধান্তের কারণ এখনো জানায়নি পিসিব। কানেরিয়ার দাবি, কিছু বুঝতে পারছেন না তিনিও।
টেস্ট সিরিজের দলে থাকা বাকি চার ক্রিকেটার—মোহাম্মদ ইউসুফ, তৌফিক উমর, আজহার আলী ও মোহাম্মদ সামি কাল সময়মতোই পাকিস্তান ছেড়েছেন। পুরো ব্যাপারটা নিয়ে ধোঁয়াশায় আছেন কানেরিয়াও, ‘আমি জানি না কেন তাঁরা আমাকে দুবাই যেতে দিলেন না। গভীর রাতে পিসিবির এক কর্মকর্তা ফোন করে আমাকে বললেন, দুবাই যাওয়ার প্রয়োজন নেই। রোববার আমাকে কারণ জানানো হবে।’ পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, সময়মতো মিডিয়াকে বিস্তারিত জানানো হবে।
টেস্ট সিরিজের দলে থাকা বাকি চার ক্রিকেটার—মোহাম্মদ ইউসুফ, তৌফিক উমর, আজহার আলী ও মোহাম্মদ সামি কাল সময়মতোই পাকিস্তান ছেড়েছেন। পুরো ব্যাপারটা নিয়ে ধোঁয়াশায় আছেন কানেরিয়াও, ‘আমি জানি না কেন তাঁরা আমাকে দুবাই যেতে দিলেন না। গভীর রাতে পিসিবির এক কর্মকর্তা ফোন করে আমাকে বললেন, দুবাই যাওয়ার প্রয়োজন নেই। রোববার আমাকে কারণ জানানো হবে।’ পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, সময়মতো মিডিয়াকে বিস্তারিত জানানো হবে।
No comments