পাকিস্তানে ন্যাটোর চারটি যানে আগুন
পাকিস্তানে গতকাল রোববার দুটি পৃথক ঘটনায় বন্দুকধারীরা ন্যাটোর চারটি যানে আগুন ধরিয়ে দিয়েছে। যানগুলো ন্যাটো সেনাদের জন্য রসদ নিয়ে আফগানিস্তানে যাচ্ছিল।
প্রথম ঘটনাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মুঙ্গোচর শহরে ঘটে। কর্মকর্তারা জানান, প্রথমে কয়েকজন বন্দুকধারী যান দুটি থামিয়ে এর নিয়ন্ত্রণ নেয়। এরপর তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দুটি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। তবে এতে হতাহত হয়নি।
রাজধানী ইসলামাবাদের কাছে তালাগ্যাং নামক স্থানে ন্যাটোর আরও দুটি ট্যাংকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, রোববার ভোরের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা দুটি ট্যাংকারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
প্রথম ঘটনাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মুঙ্গোচর শহরে ঘটে। কর্মকর্তারা জানান, প্রথমে কয়েকজন বন্দুকধারী যান দুটি থামিয়ে এর নিয়ন্ত্রণ নেয়। এরপর তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দুটি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। তবে এতে হতাহত হয়নি।
রাজধানী ইসলামাবাদের কাছে তালাগ্যাং নামক স্থানে ন্যাটোর আরও দুটি ট্যাংকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, রোববার ভোরের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা দুটি ট্যাংকারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
No comments