নিউইয়র্ক ম্যারাথনে অংশ নিলেন চিলিতে উদ্ধার হওয়া খনিশ্রমিক
চিলির খনি থেকে উদ্ধার হওয়া শ্রমিক এডিসন পেনা নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিয়েছেন। ৪২.৪ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে পাঁচ ঘণ্টা ৪০ মিনিট।
৬৯ দিন খনিতে আটকে থাকার পর গত মাসে পেনাসহ ৩৩ শ্রমিককে উদ্ধার করা হয়। ওই সময় খনির মধ্যে ট্যানেলে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার করে দৌড়াতেন পেনা। ওই ঘটনায় উৎসাহিত হয়েই ম্যারাথনের আয়োজকেরা তাঁকে ম্যারাথনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এ বছর প্রায় ৪৩ হাজার প্রতিযোগী ম্যারাথনে অংশ নেয়।
প্রতিবছর এই ম্যারাথনের আয়োজন করে নিউইয়র্ক রোড রানার্স ক্লাব। এই সংগঠনের খরচেই পেনা এবং তাঁর স্ত্রী নিউইয়র্কে আসেন।
নিউইয়র্ক ম্যারাথনের ক্যাপ পরে পেনা যখন দৌড়াতে থাকেন, তখন আশপাশের প্রতিযোগীরাও তুমুল হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় পেনার প্রিয় গায়ক এলভিস প্রিসলির গান বাজাতে থাকে লাউড স্পিকারে। হাঁটুতে সামান্য ব্যথা সত্ত্বেও তিনি প্রত্যাশার চেয়ে কিছুটা কম সময়ে পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেন। দৌড় শুরুর আগে তিনি জানিয়েছিলেন, স্টাটিন আইল্যান্ড থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত প্রায় সাড়ে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর ছয় ঘণ্টা সময় লাগতে পারে।
৬৯ দিন খনিতে আটকে থাকার পর গত মাসে পেনাসহ ৩৩ শ্রমিককে উদ্ধার করা হয়। ওই সময় খনির মধ্যে ট্যানেলে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার করে দৌড়াতেন পেনা। ওই ঘটনায় উৎসাহিত হয়েই ম্যারাথনের আয়োজকেরা তাঁকে ম্যারাথনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এ বছর প্রায় ৪৩ হাজার প্রতিযোগী ম্যারাথনে অংশ নেয়।
প্রতিবছর এই ম্যারাথনের আয়োজন করে নিউইয়র্ক রোড রানার্স ক্লাব। এই সংগঠনের খরচেই পেনা এবং তাঁর স্ত্রী নিউইয়র্কে আসেন।
নিউইয়র্ক ম্যারাথনের ক্যাপ পরে পেনা যখন দৌড়াতে থাকেন, তখন আশপাশের প্রতিযোগীরাও তুমুল হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় পেনার প্রিয় গায়ক এলভিস প্রিসলির গান বাজাতে থাকে লাউড স্পিকারে। হাঁটুতে সামান্য ব্যথা সত্ত্বেও তিনি প্রত্যাশার চেয়ে কিছুটা কম সময়ে পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেন। দৌড় শুরুর আগে তিনি জানিয়েছিলেন, স্টাটিন আইল্যান্ড থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত প্রায় সাড়ে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর ছয় ঘণ্টা সময় লাগতে পারে।
No comments