বেশির ভাগ শেয়ারের দর পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার বেশির ভাগ শেয়ারের দর পতন হয়েছে। কমেছে আর্থিক লেনদেনও। তবে ব্যাংক খাতে আজও চাঙাভাব দেখা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশির ভাগ শেয়ারের দর কমেছে। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
এদিকে আজ বেশির ভাগ শেয়ারের দর কমলেও ব্যাংক খাতে চাঙাভাব লক্ষ করা গেছে। আজ এ খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে।
আজ সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯৭৪ দশমিক ০৪ পয়েন্টে। সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই সাধারণ সূচক আট হাজার অতিক্রম করে ৮০৩০ পয়েন্টে উঠে দাঁড়ায়। বেলা সাড়ে একটার পর সূচক নিম্নগামী হতে থাকে। তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ১৪ পয়েন্ট কমে ৭৯৭৪ পয়েন্টে এসে স্থির হয়।
ডিএসইতে আজ মোট দুই হাজার ৪২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯৪ কেটি টাকা কম।
আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং, তিতাস গ্যাস, বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে কাশেম ড্রাইসেলসের শেয়ারের দর। এ ছাড়া সোনারগাঁও টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক, রেকিট বেনকিজার ও মন্নু স্টাফলারস দর বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্রেটারিজের শেয়ারের দর। এ ছাড়া বঙ্গজ, সমরিতা হাসপাতাল, ওশান কন্টেইনারস ও দেশ গার্মেন্টস দর কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৫,৫৮০ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশির ভাগ শেয়ারের দর কমেছে। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
এদিকে আজ বেশির ভাগ শেয়ারের দর কমলেও ব্যাংক খাতে চাঙাভাব লক্ষ করা গেছে। আজ এ খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে।
আজ সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯৭৪ দশমিক ০৪ পয়েন্টে। সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই সাধারণ সূচক আট হাজার অতিক্রম করে ৮০৩০ পয়েন্টে উঠে দাঁড়ায়। বেলা সাড়ে একটার পর সূচক নিম্নগামী হতে থাকে। তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ১৪ পয়েন্ট কমে ৭৯৭৪ পয়েন্টে এসে স্থির হয়।
ডিএসইতে আজ মোট দুই হাজার ৪২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯৪ কেটি টাকা কম।
আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং, তিতাস গ্যাস, বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে কাশেম ড্রাইসেলসের শেয়ারের দর। এ ছাড়া সোনারগাঁও টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক, রেকিট বেনকিজার ও মন্নু স্টাফলারস দর বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্রেটারিজের শেয়ারের দর। এ ছাড়া বঙ্গজ, সমরিতা হাসপাতাল, ওশান কন্টেইনারস ও দেশ গার্মেন্টস দর কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৫,৫৮০ কোটি টাকা।
No comments