সিয়াওবোর স্ত্রীকে বেইজিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে
শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্নমতাবলম্বী নেতা লিউ সিয়াওবোর স্ত্রীকে বেইজিং থেকে বের করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে সেখান থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় জিনঝু প্রদেশেই সরিয়ে নেওয়া হয়েছে। ওই প্রদেশেই তাঁর স্বামীকে কারাবন্দী করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি রেডিও স্টেশন গতকাল শনিবার এ তথ্য জানায়।
রেডিও ফ্রি এশিয়া সিয়াওবোর স্ত্রী লিউ সিয়ার বরাত দিয়ে জানায়, ‘পুলিশ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এখনি নিয়ে যাওয়া হবে।’ সিয়া বলেন, পুলিশ তাঁকে জানিয়েছে, তাঁকে জিনঝু প্রদেশে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে পারবেন। তবে তাঁর আশঙ্কা, এই কথা বলে বেইজিংয়ের বাইরে অন্য কোথাও নিয়ে তাঁকে গৃহবন্দী করে রাখা হতে পারে।
গত শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় নোবেল কমিটি পুরস্কার ঘোষণার পর শতাধিক লোক বেইজিংয়ে অবস্থিত সিয়ার অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হন। এ সময় তাঁদের সঙ্গে সাংবাদিকেরাও যোগ দেন। কিন্তু পুলিশি বাধার কারণে সিয়াওবোর সমর্থকদের সঙ্গে তাঁর নোবেল প্রাপ্তি উৎসব উদ্যাপনে অংশ নিতে পারেননি সিয়া।
গতকাল রাতে সিয়াকে নিয়ে পুলিশের জিনঝু প্রদেশে পৌঁছার কথা।
রেডিও ফ্রি এশিয়া সিয়াওবোর স্ত্রী লিউ সিয়ার বরাত দিয়ে জানায়, ‘পুলিশ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এখনি নিয়ে যাওয়া হবে।’ সিয়া বলেন, পুলিশ তাঁকে জানিয়েছে, তাঁকে জিনঝু প্রদেশে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে পারবেন। তবে তাঁর আশঙ্কা, এই কথা বলে বেইজিংয়ের বাইরে অন্য কোথাও নিয়ে তাঁকে গৃহবন্দী করে রাখা হতে পারে।
গত শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় নোবেল কমিটি পুরস্কার ঘোষণার পর শতাধিক লোক বেইজিংয়ে অবস্থিত সিয়ার অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হন। এ সময় তাঁদের সঙ্গে সাংবাদিকেরাও যোগ দেন। কিন্তু পুলিশি বাধার কারণে সিয়াওবোর সমর্থকদের সঙ্গে তাঁর নোবেল প্রাপ্তি উৎসব উদ্যাপনে অংশ নিতে পারেননি সিয়া।
গতকাল রাতে সিয়াকে নিয়ে পুলিশের জিনঝু প্রদেশে পৌঁছার কথা।
No comments