চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের চন্দ্রযান
উড্ডয়নের আট দিন পর চীনের দ্বিতীয় চন্দ্রযান গতকাল শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ের মহাকাশযান নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে সিনহুয়া জানায়, চ্যাং ই-২ চন্দ্রযানটি শিগগিরই বৈজ্ঞানিক গবেষণা শুরু করবে। যানটি প্রথমে প্রায় ১০০ কিলোমিটার দূর দিয়ে চাঁদকে প্রদক্ষিণ করবে। পরে ধীরে ধীরে এ দূরত্ব কমিয়ে আনবে। একপর্যায়ে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার ওপর দিয়ে উড়ে বেড়াবে এই যান। আগামী ছয় মাস চন্দ্রপৃষ্ঠ নিয়ে নানা ধরনের পরীক্ষা চালাবে। মনুষ্যবিহীন যান পাঠানোর প্রস্তুতি হিসেবে চীন এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। ২০১৩ সালে চ্যাং ই-৩ নামে মনুষ্যবিহীন চন্দ্রযান পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের। যানটি চাঁদের মাটিতে অবতরণ করবে।
চাঁদ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই রয়েছে চীন। দেশটি ২০০৭ সালে প্রথম চন্দ্র গবেষণায় যান পাঠায়।
বেইজিংয়ের মহাকাশযান নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে সিনহুয়া জানায়, চ্যাং ই-২ চন্দ্রযানটি শিগগিরই বৈজ্ঞানিক গবেষণা শুরু করবে। যানটি প্রথমে প্রায় ১০০ কিলোমিটার দূর দিয়ে চাঁদকে প্রদক্ষিণ করবে। পরে ধীরে ধীরে এ দূরত্ব কমিয়ে আনবে। একপর্যায়ে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার ওপর দিয়ে উড়ে বেড়াবে এই যান। আগামী ছয় মাস চন্দ্রপৃষ্ঠ নিয়ে নানা ধরনের পরীক্ষা চালাবে। মনুষ্যবিহীন যান পাঠানোর প্রস্তুতি হিসেবে চীন এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। ২০১৩ সালে চ্যাং ই-৩ নামে মনুষ্যবিহীন চন্দ্রযান পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের। যানটি চাঁদের মাটিতে অবতরণ করবে।
চাঁদ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই রয়েছে চীন। দেশটি ২০০৭ সালে প্রথম চন্দ্র গবেষণায় যান পাঠায়।
No comments