সমতায় আফগানিস্তান
আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে হারের জ্বালা একটু হলেও কেনিয়া ভুলেছিল ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতে। কিন্তু তাদের সেই জয়ের আনন্দে হতাশার প্রলেপ লাগতেও সময় লাগল না। গতকাল দ্বিতীয় ওয়ানডেতেই ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে আফগানিস্তান। আফগান বোলারদের তোপের মুখে কেনিয়া ১৩৯ রানেই অলআউট। আসগর স্টানিকজাইয়ের ৫৫ ও মোহাম্মদ শাহজাদের ৩৭ রানের ইনিংসে ২৭ ওভারেই আফগানিস্তান ১৪৩/৪। আগামীকাল শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’।
No comments