ক্লাব শিরোপা পশ্চিমবঙ্গের
নামে ক্লাব কাপ; খেলেছে ভারতের দুটি প্রাদেশিক দল, নেপাল ও জাপানের জাতীয় দল এবং বাংলাদেশের দুটি ক্লাব! মিজান আন্তর্জাতিক ক্লাব কাপ কাবাডির শিরোপাটা শেষ পর্যন্ত গেল পশ্চিমবঙ্গে। কাল ফাইনালে ১৪-১০ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়ে শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে জাপান ৫২-১১ পয়েন্টে আসাম কাবাডি দলকে এবং পরের সেমিফাইনালে পশ্চিমবঙ্গ ২৯-১৪ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়ে ফাইনালে ওঠে।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে জাপান ৫২-১১ পয়েন্টে আসাম কাবাডি দলকে এবং পরের সেমিফাইনালে পশ্চিমবঙ্গ ২৯-১৪ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়ে ফাইনালে ওঠে।
No comments