নাগাতোমোর মেসি-রোমাঞ্চ
আর্জেন্টিনার বিপক্ষে জাপানের ১-০ গোলের জয়কে অপ্রত্যাশিত বলতে পারেন। তবে সার্জিও বাতিস্তার দলকে রুখে দিতে অনেক পরিকল্পনা সাজিয়ে দলকে মাঠে নামিয়েছিলেন জাপানের নতুন কোচ আলবার্তো জাকেরনি। তিনি জানতেন, আর্জেন্টিনাকে রুখতে হলে সবার আগে আটকাতে হবে মেসিকে। এই অতিগুরুত্বপূর্ণ দায়িত্বটা তিনি যাঁকে দিয়েছিলেন, সেই ইউতো নাগাতোমো মেসিকে আটকাতে পেরে, মেসির মুখোমুখি হতে পেরে দারুণ রোমাঞ্চিত।
মেসিকে আটকাতে গিয়ে বারবারই মেসির সঙ্গে বল দখলের লড়াই করতে হয়েছে তাঁকে। বারবারই মেসির মুখোমুখি হতে পারাটা নাগাতোমোর জন্য ছিল দারুণ এক উপলব্ধি, ‘মেসির বিপক্ষে প্রতিটি মুহূর্তই ছিল দারুণ। আবারও তাঁর বিপক্ষে খেলতে চাই আমি।’
মেসিকে আটকাতে গিয়ে বারবারই মেসির সঙ্গে বল দখলের লড়াই করতে হয়েছে তাঁকে। বারবারই মেসির মুখোমুখি হতে পারাটা নাগাতোমোর জন্য ছিল দারুণ এক উপলব্ধি, ‘মেসির বিপক্ষে প্রতিটি মুহূর্তই ছিল দারুণ। আবারও তাঁর বিপক্ষে খেলতে চাই আমি।’
No comments