দেশের নাম, পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করল মিয়ানমার
মিয়ানমারের জান্তা সরকার গত বৃহস্পতিবার দেশটির জাতীয় পতাকা, নাম ও জাতীয় সংগীত পরিবর্তন করেছে। মিয়ানমারে নির্বাচনের দুই সপ্তাহ আগে এ পরিবর্তনের ঘটনা ঘটল। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর। দেশটি এখন থেকে ‘ইউনিয়ন অব মিয়ানমার’-এর স্থলে ‘দ্য রিপাবলিক অব দি ইউনিয়ন অব মিয়ানমার’ নামে পরিচিত হবে।
উল্লেখ্য, এর আগে ১৯৮৯ সালে দেশটির নাম বার্মা থেকে মিয়ানমারে পরিবর্তন করে জান্তা সরকার।
মিয়ানমারে নতুন জাতীয় পতাকার ওপরে থাকবে হালকা সবুজ, মাঝখানে থাকবে গাঢ় সবুজ ও নিচে থাকবে লাল রং। আর আনুভূমিক এই তিনটি ডোরার মাঝখানে থাকবে সাদা রঙের একটি তারকা।
উল্লেখ্য, এর আগে ১৯৮৯ সালে দেশটির নাম বার্মা থেকে মিয়ানমারে পরিবর্তন করে জান্তা সরকার।
মিয়ানমারে নতুন জাতীয় পতাকার ওপরে থাকবে হালকা সবুজ, মাঝখানে থাকবে গাঢ় সবুজ ও নিচে থাকবে লাল রং। আর আনুভূমিক এই তিনটি ডোরার মাঝখানে থাকবে সাদা রঙের একটি তারকা।
No comments