ইউনুসের কাছে ক্ষমা চাইল ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’
সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর জুয়াড়ি মাজহার মাজেদের সঙ্গে সাবেক পাকিস্তানি অধিনায়ক ইউনুস খানেরও সম্পর্ক আছে বলে দাবি করেছিল ব্রিটেনের বহুল প্রচারিত দৈনিক ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’। কিন্তু এ অভিযোগ ইউনুস শুধু অস্বীকারই করেননি, সংবাদপত্রটির বিরুদ্ধে মানহানি মামলা করারও হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সংবাদপত্রটি ইউনুসের কাছে ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন ইউনুসের আইনজীবী আবদুল কাইয়ুম।
মাজহার মাজেদ ইউনুস খানের এজেন্ট হিসেবে কাজ করতেন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল টেলিগ্রাফ পত্রিকাটি। এ অভিযোগ সরাসরি অস্বীকার করেন ইউনুস খান। অভিযোগ অস্বীকার করেই থেমে থাকেননি তিনি। মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটিকে ক্ষমা চাইতে বলে উকিল নোটিশও পাঠান ইউনুস। ক্ষমা না চাইলে ১০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করারও হুমকি দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত জয় হয়েছে ইউনুসেরই। তাঁর আইনজীবী আবদুল কাইয়ুম বলেছেন, ‘সংবাদপত্রটি ভুল স্বীকার করে তাদের ওয়েবসাইটে যে বিবৃতি দিয়েছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে।’
মাজহার মাজেদ ইউনুস খানের এজেন্ট হিসেবে কাজ করতেন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল টেলিগ্রাফ পত্রিকাটি। এ অভিযোগ সরাসরি অস্বীকার করেন ইউনুস খান। অভিযোগ অস্বীকার করেই থেমে থাকেননি তিনি। মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটিকে ক্ষমা চাইতে বলে উকিল নোটিশও পাঠান ইউনুস। ক্ষমা না চাইলে ১০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করারও হুমকি দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত জয় হয়েছে ইউনুসেরই। তাঁর আইনজীবী আবদুল কাইয়ুম বলেছেন, ‘সংবাদপত্রটি ভুল স্বীকার করে তাদের ওয়েবসাইটে যে বিবৃতি দিয়েছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে।’
No comments