বোলাররাই অ্যাশেজ এনে দেবেন অস্ট্রেলিয়াকে: লিলি
গত বছরের অ্যাশেজ শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। এবার সেই শিরোপা পুনরুদ্ধারে মরিয়া অস্ট্রেলিয়া। রিকি পন্টিংরা অ্যাশেজ রাজত্ব পুনরুদ্ধার করতে পারবেন কি না, মাঠের লড়াইয়ের পর জানা যাবে। তবে সাবেক ফাস্ট বোলার ডেনিস লিলির বিশ্বাস, এবারের সিরিজ ঘরে তুলবে অস্ট্রেলিয়া। আর অসিদের এ শিরোপা এনে দেবেন বোলাররা।
ইংল্যান্ডের বিপক্ষে ২৯ টেস্টে ১৬৭টি উইকেট শিকারি এই ফাস্ট বোলার স্কাই স্পোর্টস রেডিওকে বলেন,
জয়ের ক্ষেত্রে আক্রমণটাই সবচেয়ে বেশি জরুরি। ওয়ার্ন-ম্যাকগ্রার মতো স্পিনাররা নেই, তার পরও বোলিং আক্রমণে ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া।
২০০৬-০৭ মৌসুমে ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়া অ্যাশেজ পুনরুদ্ধার করলে ব্যবধানটা কত হবে? লিলি বলছেন, ‘ব্যবধানটা খুব বেশি হবে না। আমার মনে হয়, ২-১ অথবা ৩-১।
ইংল্যান্ডের বিপক্ষে ২৯ টেস্টে ১৬৭টি উইকেট শিকারি এই ফাস্ট বোলার স্কাই স্পোর্টস রেডিওকে বলেন,
জয়ের ক্ষেত্রে আক্রমণটাই সবচেয়ে বেশি জরুরি। ওয়ার্ন-ম্যাকগ্রার মতো স্পিনাররা নেই, তার পরও বোলিং আক্রমণে ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া।
২০০৬-০৭ মৌসুমে ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়া অ্যাশেজ পুনরুদ্ধার করলে ব্যবধানটা কত হবে? লিলি বলছেন, ‘ব্যবধানটা খুব বেশি হবে না। আমার মনে হয়, ২-১ অথবা ৩-১।
No comments