হাইতিতে কলেরা ১৩৮ জনের মৃত্যু
হাইতিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কমপক্ষে ১৩৮ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘ কর্মকর্তারা জানান, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে লোয়ার আর্টিবোনাইট এলাকায় এসব লোক মারা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। আক্রান্ত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ। সেন্ট্রাল প্লাশিউ এলাকায়ও সংক্রমণের খবর পাওয়া গেছে। হাইতির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স লার্সেন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক গ্রাবিয়েল থিমোটে জানান, প্রাথমিক পরীক্ষায় এসব মানুষের মৃত্যুর কারণ কলেরা বলে ধারণা করা হচ্ছে। থিমোটে বলেন, ‘এ পর্যন্ত ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩টির ফলাফল থেকে মৃত্যুর কারণ কলেরা বলে আভাস পাওয়া গেছে।’
হাইতিতে গত ১২ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে তিন লাখ মানুষ মারা যায়। আশ্রয়হীন হয় প্রায় ১৫ লাখ মানুষ। এর পর থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়শিবিরে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছে। ভূমিকম্পের পর থেকে সে দেশে কলেরার মতো রোগ মহামারি আকারে দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
জাতিসংঘ কর্মকর্তারা জানান, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে লোয়ার আর্টিবোনাইট এলাকায় এসব লোক মারা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। আক্রান্ত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ। সেন্ট্রাল প্লাশিউ এলাকায়ও সংক্রমণের খবর পাওয়া গেছে। হাইতির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স লার্সেন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক গ্রাবিয়েল থিমোটে জানান, প্রাথমিক পরীক্ষায় এসব মানুষের মৃত্যুর কারণ কলেরা বলে ধারণা করা হচ্ছে। থিমোটে বলেন, ‘এ পর্যন্ত ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩টির ফলাফল থেকে মৃত্যুর কারণ কলেরা বলে আভাস পাওয়া গেছে।’
হাইতিতে গত ১২ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে তিন লাখ মানুষ মারা যায়। আশ্রয়হীন হয় প্রায় ১৫ লাখ মানুষ। এর পর থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়শিবিরে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছে। ভূমিকম্পের পর থেকে সে দেশে কলেরার মতো রোগ মহামারি আকারে দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
No comments