একটি শোধনাগার থেকে অবরোধকারীদের উচ্ছেদ
ফ্রান্সে সরকারের পেনসন সংস্কার কর্মসূচির বিরুদ্ধে গতকাল শুক্রবারও বিভিন্ন শ্রমিক সংগঠন ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পুলিশ গতকাল সকালে প্যারিসের কাছের একটি তেল শোধনাগারের প্রবেশপথে থাকা অবরোধ সরিয়ে দিয়ে শোধনাগারটির নিয়ন্ত্রণ নিয়েছে। এই শোধনাগার থেকেই প্যারিসে জ্বালানি তেলের সরবরাহ আসে। তবে এখনো বাকি ১১টি শোধনাগারে বিক্ষোভকারীরা অবরোধ অব্যাহত রেখেছে।
এদিকে গতকাল সংস্কার প্রস্তাবের ওপর সে দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকারের নেওয়া পেনশন সংস্কার কার্যক্রমে সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর এবং পূর্ণ অবসরকালীন ভাতা পাওয়ার বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে ফ্রান্সজুড়ে সপ্তাহ খানেক ধরে ধারাবাহিকভাবে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
এদিকে গতকাল সংস্কার প্রস্তাবের ওপর সে দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকারের নেওয়া পেনশন সংস্কার কার্যক্রমে সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর এবং পূর্ণ অবসরকালীন ভাতা পাওয়ার বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে ফ্রান্সজুড়ে সপ্তাহ খানেক ধরে ধারাবাহিকভাবে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
No comments