বহিষ্কারাদেশের বিরুদ্ধে আসিফের আপিল প্রত্যাহার
পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। কিন্তু নিজেদের নির্দোষ দাবি করে আইসিসির এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনজনই। তবে গতকাল শুক্রবার এ আবেদন প্রত্যাহার করে নিয়েছেন ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে আইসিসি এ কথা জানায়।
আসিফ এ আবেদন প্রত্যাহার করলেও সালমান বাট ও মোহাম্মদ আমির এখনো তাঁদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন বহাল রেখেছেন। ৩০ ও ৩১ অক্টোবর দুবাইয়ে এ আবেদনের বিপরীতে শুনানি অনুষ্ঠিত হবে।
গত আগস্টে ইংল্যান্ড সফরের লর্ডস টেস্টে স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলেন অভিযুক্ত দুই ফাস্ট বোলার আমির, আসিফ ও টেস্ট অধিনায়ক সালমান বাট।
আসিফ এ আবেদন প্রত্যাহার করলেও সালমান বাট ও মোহাম্মদ আমির এখনো তাঁদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন বহাল রেখেছেন। ৩০ ও ৩১ অক্টোবর দুবাইয়ে এ আবেদনের বিপরীতে শুনানি অনুষ্ঠিত হবে।
গত আগস্টে ইংল্যান্ড সফরের লর্ডস টেস্টে স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলেন অভিযুক্ত দুই ফাস্ট বোলার আমির, আসিফ ও টেস্ট অধিনায়ক সালমান বাট।
No comments