ম্যারাডোনাকে ক্রুইফ
হুলিও গ্রন্ডোনা যতই আগলে রাখার চেষ্টা করুন, ডিয়েগো ম্যারাডোনার সমালোচকের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। এবার যোগ দিলেন খোদ ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তি। সাবেক ডাচ ফুটবলার সাফ জানিয়ে দিলেন, সাংবাদিকেরা যা-ই লিখে থাকুক না কেন, প্রত্যুত্তরে ম্যারাডোনার আচরণ কোনোমতেই মেনে নেওয়া যায় না।
‘আর্জেন্টিনা বিশ্বকাপে উঠে যাওয়ায় আমি ভীষণ আনন্দিত। কিন্তু আমি ওদের দলের কোচ ডিয়েগো ম্যারাডোনার আচরণে মোটেও সন্তুষ্ট নই। উরুগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের পর ও যেভাবে সংবাদমাধ্যমের সামনে হাজির হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না’—ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফকে বলেছেন বার্সেলোনার এই সাবেক তারকা খেলোয়াড় ও কোচ।
তিনি যে এই বিশ্বের কোটি কোটি মানুষের আদর্শ, বিশ্বের অগুনতি কিশোর-তরুণ যে তাঁকে অন্ধের মতো অনুসরণ করে—এই কথাটা সব সময় ম্যারাডোনাকে মনে রাখা উচিত বলে মনে করেন ক্রুইফ, ‘ওর মতো মানুষ সবার জন্য আদর্শ। বিশেষ করে তরুণদের কাছে। তাই ম্যারাডোনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
আরও অনেকের মতো নেদারল্যান্ডের সোনালি প্রজন্মের এই ফুটবলারও প্রার্থনা করছিলেন, আর্জেন্টিনা যেন সব সংশয় মুছে বিশ্বকাপে ওঠে। উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করায় তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন, ‘বিশ্বকাপের জন্যই আর্জেন্টিনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি আর ইতালির মতো আর্জেন্টিনারও প্রতিটি বিশ্বকাপে খেলা উচিত ঐতিহাসিক কারণেই। তারা বিশ্বকাপে যাচ্ছে। ফুটবল-ভক্ত হিসেবে এটা আমার জন্য পরম আনন্দের।’
‘আর্জেন্টিনা বিশ্বকাপে উঠে যাওয়ায় আমি ভীষণ আনন্দিত। কিন্তু আমি ওদের দলের কোচ ডিয়েগো ম্যারাডোনার আচরণে মোটেও সন্তুষ্ট নই। উরুগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের পর ও যেভাবে সংবাদমাধ্যমের সামনে হাজির হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না’—ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফকে বলেছেন বার্সেলোনার এই সাবেক তারকা খেলোয়াড় ও কোচ।
তিনি যে এই বিশ্বের কোটি কোটি মানুষের আদর্শ, বিশ্বের অগুনতি কিশোর-তরুণ যে তাঁকে অন্ধের মতো অনুসরণ করে—এই কথাটা সব সময় ম্যারাডোনাকে মনে রাখা উচিত বলে মনে করেন ক্রুইফ, ‘ওর মতো মানুষ সবার জন্য আদর্শ। বিশেষ করে তরুণদের কাছে। তাই ম্যারাডোনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
আরও অনেকের মতো নেদারল্যান্ডের সোনালি প্রজন্মের এই ফুটবলারও প্রার্থনা করছিলেন, আর্জেন্টিনা যেন সব সংশয় মুছে বিশ্বকাপে ওঠে। উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করায় তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন, ‘বিশ্বকাপের জন্যই আর্জেন্টিনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি আর ইতালির মতো আর্জেন্টিনারও প্রতিটি বিশ্বকাপে খেলা উচিত ঐতিহাসিক কারণেই। তারা বিশ্বকাপে যাচ্ছে। ফুটবল-ভক্ত হিসেবে এটা আমার জন্য পরম আনন্দের।’
No comments