পাকিস্তান পরিস্থিতি ভয়াবহ- সাক্ষাত্কারে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে যেকোনো মূল্যে নিজের দেশ রক্ষার অঙ্গীকার করেছে ভারত সরকার। গতকাল সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি সাংবাদিকদের বলেন, পাকিস্তানের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং সেখানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে।
পাকিস্তানের সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতার ব্যাপারে গতকাল সোমবার এই প্রথম কোনো মন্তব্য করল ভারত।
ভারতে তালেবানের হামলার হুমকি সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় আমরা সদা প্রস্তুত। আমাদের নিরাপত্তা বাহিনী সব সময় সতর্ক পাহারা বজায় রেখেছে। তালেবানকে আমরা যেকোনো মূল্যেরুখব। তাদের হামলা চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।’
উপকূল রক্ষীবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযান ‘রক্ষা’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে অ্যান্টনি বলেন, ‘মুম্বাইতে গত বছরের সন্ত্রাসীহামলা থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে। ওই ঘটনার পর থেকে উপকূলীয় নিরাপত্তার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও উপকূল রক্ষীবাহিনী নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা জোরদার করার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
ইরানে রোববারের হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক কোনো জঙ্গি সংগঠনের জড়িত থাকার কোনো সম্ভাবনা রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে অ্যান্টনি বলেন, ‘কোনো তথ্য ছাড়া এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে বিষয়টি হচ্ছে, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে। এটা বিশ্বের প্রতি প্রকৃত হুমকি। সন্ত্রাসবাদ হচ্ছে বাস্তবতা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সব শান্তিকামী দেশ ও সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।’
চীনের দিক থেকে হুমকি মোকাবিলায় ভারত প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। যেকোনো দেশের হামলা ও আগ্রাসন মোকাবিলায় ভারত সরকার সব সময়ই প্রস্তুত।
পাকিস্তানের সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতার ব্যাপারে গতকাল সোমবার এই প্রথম কোনো মন্তব্য করল ভারত।
ভারতে তালেবানের হামলার হুমকি সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় আমরা সদা প্রস্তুত। আমাদের নিরাপত্তা বাহিনী সব সময় সতর্ক পাহারা বজায় রেখেছে। তালেবানকে আমরা যেকোনো মূল্যেরুখব। তাদের হামলা চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।’
উপকূল রক্ষীবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযান ‘রক্ষা’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে অ্যান্টনি বলেন, ‘মুম্বাইতে গত বছরের সন্ত্রাসীহামলা থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে। ওই ঘটনার পর থেকে উপকূলীয় নিরাপত্তার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও উপকূল রক্ষীবাহিনী নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা জোরদার করার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
ইরানে রোববারের হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক কোনো জঙ্গি সংগঠনের জড়িত থাকার কোনো সম্ভাবনা রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে অ্যান্টনি বলেন, ‘কোনো তথ্য ছাড়া এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে বিষয়টি হচ্ছে, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে। এটা বিশ্বের প্রতি প্রকৃত হুমকি। সন্ত্রাসবাদ হচ্ছে বাস্তবতা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সব শান্তিকামী দেশ ও সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।’
চীনের দিক থেকে হুমকি মোকাবিলায় ভারত প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। যেকোনো দেশের হামলা ও আগ্রাসন মোকাবিলায় ভারত সরকার সব সময়ই প্রস্তুত।
No comments