ইউনুসকেই অধিনায়ক রেখে দিল পিসিবি
ইউনুস খানের পদত্যাগপত্র গ্রহণ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রধান ইজাজ বাট উল্টো জানিয়ে দিয়েছেন, এখন তো বটেই, শারীরিকভাবে ফিট থাকলে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্তই পাকিস্তান দলের অধিনায়ক থাকবেন ইউনুস।
দিনকয়েক আগে জাতীয় সংসদের ক্রীড়াবিষয়ক স্থায়ী কমিটির সভায় পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেন ইউনুস, জমা দেন পদত্যাগপত্র। এর পর গত বৃহস্পতিবার ইউনুস দেখা করেন পিসিবি প্রধানের সঙ্গে। পরদিন পিসিবি প্রধান এ নিয়ে আলোচনায় বসেন প্রধান নির্বাচক ইকবাল কাসিম, কোচ ইন্তিখাব আলম, টিম ম্যানেজার ইওয়ার সাঈদ, সহযোগী ম্যানেজার শাফকাত রানা ও সহ-অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে। এই সভায় ইউনুসকে যোগ দিতে বলা হলেও তিনি আসেননি।
ইউনুসের অধিনায়কত্বের ব্যাপারটি আলোচনায় চলে আসে ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির প্রধান জামসেদ খান দাস্তির একটি বক্তব্যের পর। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারায় পাকিস্তান দল এবং ইউনুসের নেতৃত্বের সমালোচনা করেছিলেন তিনি। তুলেছিলেন ম্যাচ পাতানোর অভিযোগও। তবে দাস্তির অভিযোগ হালে পানি পায়নি। পিসিবি তো ইউনুসের সঙ্গে আছেই, কালকের সিদ্ধান্তের আগে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীও জানিয়ে দিয়েছিলেন, জাতীয় দলের অধিনায়ক কে হবেন, সেটা সম্পূর্ণই বোর্ডের ব্যাপার। এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
কালকের সভায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকেও দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১০ সালের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি।
ইউনুসের অধিনায়কত্বের ব্যাপারটি আলোচনায় চলে আসে ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির প্রধান জামসেদ খান দাস্তির একটি বক্তব্যের পর। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারায় পাকিস্তান দল এবং ইউনুসের নেতৃত্বের সমালোচনা করেছিলেন তিনি। তুলেছিলেন ম্যাচ পাতানোর অভিযোগও। তবে দাস্তির অভিযোগ হালে পানি পায়নি। পিসিবি তো ইউনুসের সঙ্গে আছেই, কালকের সিদ্ধান্তের আগে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীও জানিয়ে দিয়েছিলেন, জাতীয় দলের অধিনায়ক কে হবেন, সেটা সম্পূর্ণই বোর্ডের ব্যাপার। এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
কালকের সভায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকেও দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১০ সালের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি।
No comments