পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্রবক্ষে গ্যাস পেয়েছে শেভরন
পশ্চিম অস্ট্রেলিয়ার সাগর উপকূলে নতুন একটি বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বিখ্যাত তেল কোম্পানি শেভরন। আর এই গ্যাস দেশটির বৃহত্তম জর্গন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের জন্য কাজে লাগানো যাবে। শেভরন কোম্পানি গতকাল সোমবার এ কথা জানায়। খবর এএফপির।
শেভরন, শেল ও এক্সনমবিল কোম্পানি গত মাসে জর্গন গ্যাসক্ষেত্রে বিনিয়োগে রাজি হয়। সেখানে তারা ইতিমধ্যে প্রায় চার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এটিই দেশটির বড় গ্যাস অনুসন্ধান প্রকল্প।
শেভরন এক বিবৃতিতে বলেছে, উপকূল থেকে সমুদ্রের ১০০ মাইল ভেতরে একিলিস-১ অনুসন্ধান কূপে গ্যাস মিলেছে। অস্ট্রেলিয়ায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রয় ক্রিয়সিনস্কি বলেন, ‘আমাদের খনন কর্মসূচি সফল হচ্ছে। এখান থেকে জর্গন ও হুইটস্টোন প্রকল্পে গ্যাস সরবরাহ করা যাবে।’
জর্গন প্রকল্প থেকে ২০১৪ সাল নাগাদ গ্যাস উত্তলন করা যাবে বলে কোম্পানিটি আশা করছে। এ প্রকল্পে ৫০ শতাংশ শেভরনের অংশীদারি রয়েছে। বাকি অংশীদারি এক্সনমবিল ও শেলের।
শেভরন, শেল ও এক্সনমবিল কোম্পানি গত মাসে জর্গন গ্যাসক্ষেত্রে বিনিয়োগে রাজি হয়। সেখানে তারা ইতিমধ্যে প্রায় চার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এটিই দেশটির বড় গ্যাস অনুসন্ধান প্রকল্প।
শেভরন এক বিবৃতিতে বলেছে, উপকূল থেকে সমুদ্রের ১০০ মাইল ভেতরে একিলিস-১ অনুসন্ধান কূপে গ্যাস মিলেছে। অস্ট্রেলিয়ায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রয় ক্রিয়সিনস্কি বলেন, ‘আমাদের খনন কর্মসূচি সফল হচ্ছে। এখান থেকে জর্গন ও হুইটস্টোন প্রকল্পে গ্যাস সরবরাহ করা যাবে।’
জর্গন প্রকল্প থেকে ২০১৪ সাল নাগাদ গ্যাস উত্তলন করা যাবে বলে কোম্পানিটি আশা করছে। এ প্রকল্পে ৫০ শতাংশ শেভরনের অংশীদারি রয়েছে। বাকি অংশীদারি এক্সনমবিল ও শেলের।
No comments