নিবু নিবু হারিকেনের আলো by আবদুস সালাম
ঢাকার
কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় হারিকেন
কারখানা নিউ তাজ কিং ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড। একসময়কার অত্যন্ত
জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ‘তাজ হারিকেন’ এখানেই উৎপাদিত হয়। তবে তাজের জৌলুস
আর নেই। গ্রাম-গঞ্জে বিদ্যুৎ পৌঁছে গেছে, শহরে লোডশেডিং কমেছে। তাই কমেছে
হারিকেনের কদর। আগে এই কারখানায় কাজ করতেন প্রায় ৪০০ শ্রমিক। এখন সেখানে
কাজ করেন ১০০ জনের মতো। আগে বাংলাদেশ সবখানে পাওয়া যেত তাজ হারিকেন। দেশের
চাহিদা পূরণ করে বাইরেও রপ্তানি হতো। কারখানার ব্যবস্থাপক ওয়াহিদুর রহমানের
দাবি, ঢাকায় এখন হারিকেনের কারখানা এই একটিই। এখানে প্রতিটি হারিকেনের
পাইকারি দাম ১৩০ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত। ছবিগুলো প্রথম আলো ২৬ জুন বুধবারের।
No comments