পর্যটকদের জন্য বেন্ট পিরামিড খুলে দিলো মিসর
বেন্ট পিরামিডের সামনে জনৈক পর্যটক |
মিসরের ঐতিহাসিক বেন্ট পিরামিড পর্যটকদের জন্য খুলে দেওয়া
হয়েছে। রাজধানী কায়রো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত। এর মাধ্যমে
দেশটির পর্যটন শিল্পের উন্নয়নে বড়সড় পদক্ষেপ নেওয়া হলো।
দাশুরে
খ্রিষ্টপূর্ব ২৬০০ সালে ফারাও স্নেফেরুর জন্য গড়ে তোলা হয় বেন্ট পিরামিড।
তবে নরম পলি দিয়ে ৫৪ ডিগ্রি কোণে খাড়াভাবে তৈরি হয়েছিল এটি। এ কারণে এর
দীর্ঘস্থায়িত্ব ও ধস নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল।
পরবর্তী
সময়ে ১৪৭ ফুট ওপরের অংশ ৪৩ ডিগ্রি চ্যাপ্টা রেখে তা সমন্বয় করা হয়। কৌণিক
আকৃতিটি উত্তর দিকে রেড পিরামিডের সোজা দিকগুলোর বিপরীতে।
ভ্রমণপ্রেমীরা এখন থেকে বেন্ট পিরামিডের উত্তরে একটি প্রবেশপথের মাধ্যমে ৭৯ মিটার সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকতে পারবেন।
গত
বছর থেকে দাশুরের পিরামিডগুলোতে চলতে থাকা খনন প্রক্রিয়া থেকে আবিষ্কৃত
প্রাচীন মিসরের মমি, নানান রঙের মুখোশ ও বিভিন্ন সরঞ্জাম পর্যটকদের সামনে
উপস্থাপন করেন প্রত্নতত্ত্ববিদরা।
মিসরে রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ একটি উৎস হলো পর্যটন।
সূত্র: বিবিসি
No comments