মিসরে সেই নিখোঁজ জুবেইদার মা আটক
মিসরের
জুবেইদা নামে এক তরুণীর মা - যিনি বিবিসির কাছে তার মেয়ের রহস্যজনকভাবে
উধাও হয়ে যাওয়া এবং নির্যাতিত হবার কথা বলেছিলেন - তাকে আজ 'মিথ্যা খবর
ছড়ানোর' অভিযোগে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেছেন, তাকে
জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের জন্য আটক করা হয়েছে। এই মহিলার মেয়ে জুবেইদা
২০১৭ সালের এপ্রিল মাস থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু গত সোমবার সেই জুবেইদা
মিসরের একটি টিভি চ্যানেলের টক-শোতে হাজির হন। তিনি তাকে আটক বা কোনো রকম
নিপীড়নের কথা অস্বীকার করেন। মিসরের রাষ্ট্রীয় তথ্য কর্তৃপক্ষ এ
রিপোর্টের জন্য বিবিসিকে ক্ষমা চাওয়ার দাবি করে বলেছে, এটি ছিল সম্পূর্ণ
মিথ্যা ও অতিরঞ্জিত। বিবিসি জবাবে বলেছে, তারা তাদের রিপোর্টের
বস্তুনিষ্ঠতার পক্ষে অবস্থান নিচ্ছে এবং এ অভিযোগ নিয়ে ভবিষ্যতে মিসরের
কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। মিসরের রাষ্ট্রীয় আল-আহরাম পত্রিকা
বলছে, জুবেইদার মায়ের বিরুদ্ধে মিথা খবর প্রকাশ ও প্রচারের অভিযোগ আনা
হয়েছে যা রাষ্ট্রীয় স্বার্থের ক্ষতি করতে পারে।
তার বিরুদ্ধে একটি
নিষিদ্ধ গোষ্ঠীতে যোগদানের অভিযোগও আনা হয় - তবে গোষ্ঠীর কোনো নাম বলা
হয়নি। টিভিতে জুবেইদার আবির্ভাবের পর মঙ্গলবার তার মা তুরস্কভিত্তিক
মুসলিম ব্রাদারহুড-সমর্থক একটি টিভি চ্যানেলকে বলে, "আমি বিবিসিকে যা বলেছি
তাই সত্য, এবং আমার মেয়েকে জোর করে টিভিতে দেখানো হয়েছে।" এর একদিন আগেই
মিসরের প্রেসিডেন্ট আবতুল ফাত্তাহ আল সিসি বলেন, দেশের নিরাপত্তা
বাহিনীগুলোকে কোনোভাবে অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তিনি বলেন,
সেনাবাহিনী বা পুলিশের সম্মানহানি করা সকল মিসরীয়ে অসম্মান করার সামিল এবং
এটাকে মতপ্রকাশের স্বাধীনতা বলা যায় না।
No comments