ট্রাম্প কি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান?
যুক্তরাষ্ট্রের
সিএনএন টিভি নেটওয়ার্ক বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের
প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার নিয়মটি তুলে দেবার যে
পরিকল্পনা করছেন - তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনিও ‘কোন একদিন’ এরকম একটা উদ্যোগ নেবার চেষ্টা
করবেন - বলছে সিএনএন।
সিএনএন বলছে, তাদের হাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন
কিছু মন্তব্যের রেকর্ডিং রয়েছে যাতে তিনি এ কথা বলেছেন। শনিবার ফ্লোরিডা
অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির জন্য অর্থদাতাদের সাথে এক বৈঠক করার সময়
প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেছেন - জানাচ্ছে সিএনএন। এতে বলা হয়, মি.
ট্রাম্প বলেছেন চীনা প্রেসিডেন্ট যে নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করতে
পারছেন এটা একটা দারুণ ব্যাপার। এ কথার পর মি. ট্রাম্প যোগ করেন, ‘হয়তো
আমরাও একদিন এরকম কিছু একটা করার চেষ্টা করবো।’ চীনে প্রেসিডেন্টের
সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার সীমা তুলে দেবার ব্যাপারটি এ সপ্তাহেই
পার্লামেন্টে নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রেও বর্তমানে
একজন প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।
No comments