'পাকিস্তান থেকে একটি গুলি ছুঁড়লে অগণিত গুলি চলবে'

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তিনি তার দেশের সেনাদেরকে নির্দেশ দিয়েছেন যে, যদি পাকিস্তান থেকে একটি গুলি ছোঁড়া হয় তাহলে জবাবে অগণিত গুলি চালাতে হবে। ভারতের এনডিটিভি’র বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। ভারতের আগরতলার বারজালায় এক নির্বাচনী সমাবেশে রাজনাথ সিং এ বক্তব্য দিয়েছেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতির জন্য তিনি পাকিস্তানকে দায়ী করে বলেন, “ভারত প্রথমে পাকিস্তানে হামলা চালাতে চায় না। আমরা আমাদের সমস্ত প্রতিবেশীর সাথে শান্তি ও ঐক্য বজায় রেখে বসবাস করতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পাকিস্তান কাশ্মির নিয়ে কান্নাকাটি করছে এবং আমাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে।” এদিকে, ৫ ফেব্রুয়ারি বিশ্ব কাশ্মির সংহতি দিবস পালিত হতে যাচ্ছে। জাতিসঙ্ঘে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী গত কয়েক দশকে কাশ্মিরি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানাতে এ দিবস পালন করা হবে। এ উপলক্ষে আজাদ কাশ্মির ও পাকিস্তানে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। কাশ্মিরে নিহত স্বধীনতাকামীদের প্রতি সম্মান জানিয়ে সকাল ১০টায় এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া, ফ্রান্সের রাজধানী প্যারিসে পাকিস্তানি ও শিখ সম্প্রদায়ের লোকজন প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে।

No comments

Powered by Blogger.