সিঙ্গাপুরে রেডঅ্যালার্ট জারি, জঙ্গি হামলার আশঙ্কা

জঙ্গি হামলার আশঙ্কায় রেডঅ্যালার্ট জারি করা হয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুরে। সিঙ্গাপুরকে জঙ্গি হামলা থেকে এখন পর্যন্ত মুক্ত রাখতে পেরেছে দেশটির সরকার। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া, মালেশিয়া ও ফিলিপাইনে নাশকতার ঘটনায় আটক জঙ্গিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সিঙ্গাপুরেও হামলার পরিকল্পনা ছিল তাদের।
এর পর থেকে সিঙ্গাপুরেও নাশকতার আশঙ্কা করছে পুলিশ। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে ক্রমশ জঙ্গি হামলার প্রবণতা বাড়ছে। একদিকে দেশের অভ্যন্তরেই বিভিন্ন জঙ্গি কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয়ে মৌলবাদীদের সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে। এর সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বিভিন্ন সংগঠনও সিঙ্গাপুরকে টার্গেট করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, ১৯৯০ সাল থেকেই সিঙ্গাপুরকে জঙ্গিরা টার্গেট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় প্রতিবারই তা ভেস্তে যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ ফিলিপাইনের একটি পুরো শহরকে কিছু দিনের জন্য দখল করে নিয়েছিল আইএস জঙ্গিরা। তার পর থেকেই সিঙ্গাপুরে জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, আইএস ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের হামলার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। তাই সিঙ্গাপুরের পুলিশ প্রশাসনও রেলওয়ে স্টেশন থেকে শুরু করে শপিংমল, পার্কসহ বিভিন্ন জনবহুল এলাকায় নজরদারি বাড়িয়েছে। এ ছাড়া বড় স্ক্রিনে জনগণের উদ্দেশ্যে জঙ্গি হামলা নিয়ে সতর্ক করা হচ্ছে। যে কোনো ধরনের সন্দেহজনক বস্তু বা ব্যক্তি দেখলে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.