দলের নারী কর্মীদের ঝাড়ু মিছিলের মুখে পিছু হটলেন মন্ত্রী
কোন্দলের
জেরে নিজ দলের নারী কর্মীদের ঝাড়ু মিছিলের মুখে পিছু হটতে হয়েছে খোদ
মন্ত্রীকে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে এ ঘটনা ঘটে। আর ঘটনার শিকার
হয়েছেন তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বর্ধমানের মঙ্গলকোটের নারী
কর্মীদের অভিযোগ, এলাকায় অশান্তির জন্য দায়ী মন্ত্রী ও তার সমর্থকরা।
তারা
ঝাড়ু হাতে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ
তুলে নেন তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহ
চৌধুরী ও ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর
ধারাবাহিকতায় গত বুধবার রাতে কাশেমনগর ফুটবল ময়দানে বৈরাগ্যচাঁদের মেলায়
অপূর্ব চৌধুরীর সমর্থক সাগর শেখকে মারধর করে সিদ্দিকুল্লাহ শিবিরের লোকজন।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়ক শিবিরের এক সমর্থকের দোকানে
ভাঙচুর চালানো হয়। মারধরও করা হয় পেঙা শেখ নামে ওই সমর্থককে। এ ঘটনা
কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই মেলা চত্বর ছিল থমথমে। বেলা বাড়তেই
বোমাবাজি শুরু হয় দুপক্ষের মধ্যে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকাল থেকে দুই গোষ্ঠীর বোমাবাজিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলকোটের
চাকদা গ্রাম। আহতও হন বেশ কয়েকজন। এদিন সকালে মন্ত্রী সিদ্দিকুল্লাহ এলাকায়
পৌঁছলে স্থানীয় মহিলা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। এদিকে
সংঘর্ষের ঘটনায় দুপক্ষের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
No comments