দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন উ. কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান

উত্তর কোরিয়া তাদের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে। শীতকালীন অলিম্পিক চলাকালে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম শুক্রবার দক্ষিণ কোরিয়া যাবেন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,
এ সময়ে তার সঙ্গে ২২ জনের একটি প্রতিনিধি দল থাকবে। গত চার বছরে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া উত্তর কোরিয়ার সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবেন দেশটির পার্লামেন্টপ্রধান কিম ইয়ং ন্যাম। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ব্লু হাউস নামক এক কর্মকর্তা বলেন, দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে এ সফর উত্তর কোরিয়ার সদিচ্ছার প্রতিফলন ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দুই কোরিয়ার ক্রীড়াবিদরা একটি পতাকার তলে সমবেত হয়ে মার্চ করবেন বলে জানা গেছে। তবে দক্ষিণ কোরিয়ার পাহাড়ি অঞ্চল পিয়ংচ্যাংয়ে শুক্রবার শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি থাকবেন কিনা, তা জানা সম্ভব হয়নি।

No comments

Powered by Blogger.