ইরাকে সাদ্দামকন্যা রাঘাদসহ ৬০ জনের মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ
ইরাকি
সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদসহ ৬০ ব্যক্তির
মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে। এসব ব্যক্তির জঙ্গি সংগঠন আইএসআইএস,
আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ইরাক সরকারের সন্দেহ।-খবর
আলজাজিরা।
সাদ্দামকন্যা রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেন। আইএসআইএসের
২৮ জঙ্গি, আল কায়েদার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজনকে এ তালিকায়
অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। ইরাকের নিরাপত্তা বাহিনী সংগঠনে তাদের
ভূমিকা, অপরাধের সংশ্লিষ্টতাসহ বিস্তারিত বিবরণ তুলে ধরেছে বলে জানিয়েছে
এএফপি। এদের মধ্যে লেবাননের নাগরিক মান বাসুর ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক।
তবে আইএসআইএস নেতা আবু বাকর আল-বাগদাদির নাম এ তালিকায় নেই। এ বিষয়ে
ইরাকের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যাখ্যা
দিতে রাজি হননি। তিনি বলেন, বিচার ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাদের
সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এ প্রথম আমরা তাদের নাম প্রকাশ
করেছি। এর আগে গোপন রাখা হয়েছিল।
No comments