মিসরের ভেতরে জঙ্গি আস্তানায় ইসরাইলের গোপন বিমান হামলা

মিসরের ভেতরে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার দিয়ে গুপ্ত হামলা চালাচ্ছে ইসরাইল। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির অনুমোদন সাপেক্ষেই গত দুবছর ধরে অশনাক্ত ইসরাইলি বিমান দিয়ে শতাধিক হামলা চালানো হয়েছে। রোববার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মার্কিন দৈনিকটির খবরে বলা হয়েছে, এই অসাধারণ সহযোগিতার মাধ্যমে দেশ দুটি দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশের ক্ষেত্রে নতুন স্তরে পৌঁছে গেছে। তিনটি যুদ্ধ কেন্দ্র করে তাদের মধ্যে তৈরি হওয়া বৈরিতা, বিব্রতকর শান্তি চুক্তির প্রতিপক্ষ মিসর-ইসরাইল জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাতে গোপন মিত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের একটি চক্র ছাড়া বাকিদের কাছে সিসি এই বিমান হামলার কথা গোপন রেখেছেন। নিউইয়র্ক টাইমস বলেছে, মিসরের ভেতর থেকে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় দুই প্রতিবেশী দেশই ইসরাইলের হামলার খবর গোপন রেখেছে। অথচ মিসরীয় কর্মকর্তারা ও রাষ্ট্র নিয়ন্ত্রণ গণমাধ্যম ফিলিস্তিন কেন্দ্র করে ইসরাইলের শাস্তি এবং বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেয়ার কথা বলে আসছে। মার্কিন কর্মকর্তাদের মতে, যেন শনাক্ত না করা যায়, সে জন্য ইসরাইলের ড্রোনগুলোতে কোনো চিহ্ন রাখা হয়নি। জঙ্গিবিমান ও হেলিকপ্টার থেকে ইসরাইলের লোগো ঢেকে রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.