জেরুসালেমে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার ৩ তুর্কি মুক্ত
ফিলিস্তিনের
আল-আকসা মসজিদ থেকে ইসরাইলি বাহিনীর হাতে গত শুক্রবার গ্রেফতার হওয়া
তুরস্কের ৩ নাগরিককে জামিন দিয়েছে ইসরাইলের একটি আদালত। শনিবার সন্ধ্যায়
তারা জামিন পান। এ তিন তুর্কি নাগরিকের মধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা
হয়েছে তারা ইসরাইলি পুলিশ ও বাসিন্দাদের ‘মারধর’ করেছেন। তৃতীয়জনের
বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি সরকারি আদেশ ‘অমান্য’ করে ‘অবৈধ বিক্ষোভে’
অংশ নিয়েছেন। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
জেরুসালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে বিশ্বব্যাপী
এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম বিশ্ব
বিক্ষোভে ফেটে পড়ে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান এবং অন্য
শীর্ষ তুর্কি নেতারা মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠনে
কাজ করে যাচ্ছেন। গত বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ১২৮-৯ ভোটের বিপুল
ব্যবধানে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
No comments