সৌদি আরবে গ্রেপ্তার দুই লাখ ৫৩ হাজার
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে গত পাঁচ সপ্তাহে দুই লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত আবাসন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ ৩৬ হাজার ৯৯৭ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৮৩ হাজার ১৫১ জন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩২ হাজার ৯৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দক্ষিণ সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশে চেষ্টা করতে গিয়ে তিন হাজার ১৫৬ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ৭৬ শতাংশই ইয়েমেনের নাগরিক।
আইন লঙ্ঘনকারীদের সহায়তা করায় ৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৬ হাজার ৯৪২ জনের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রসহ ৩৭ হাজার ২৩০ জনকে তাদের সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরো ৪১ হাজার ৩২৬ জন আইন লঙ্ঘনকারীকে তাদের দেশে পাঠানো হবে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পাঁচ সপ্তাহের অভিযানে এ পর্যন্ত ৫৪ হাজার ৯২ জন আইন লঙ্ঘনকারীকে তাদের দেশে পাঠানো হয়েছে। শুক্রবার সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
No comments