বিসিএস নির্বাচনে হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল বিজয়ী
বাংলাদেশ
কম্পিউটার সোসাইটি (বিসিএস) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রফেসর ড.
হাফিজ মো. হাসান বাবুর নেতৃত্বে ‘ড. হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল মোট
২০টি পদে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শুক্রবার রাজধানীর আজিমপুর
গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি
বিষয়ক পেশাজীবীদের বৃহত্তম রেজিস্টার্ড সংগঠন ‘বাংলাদেশ কম্পিউটার
সোসাইটির ২০১৮-২০২০ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন। এই নির্বাচনে
ম্যানেজমেন্ট কমিটির ৯টি পদের বিপরীতে ৬টি পদেই ড. হাসান বাবু–তমিজউদ্দিন
প্যানেল জয়লাভ করেছেন। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি হিসাবে জাতীয়
বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিঊটার সায়েন্স ও
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রফেসর ড. হাফিজ মো. হাসান
বাবু, মহাসচিব পদে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো.
তমিজ উদ্দিন এবং ট্রেজারার পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড
মেকাট্রনিক্স বিভাগের চেয়ারম্যান ড. লাফিফা জামালসহ ৬টি গুরুত্বপূর্ণ পদে
ড. হাসান বাবু-তমিজ উদ্দিনের প্যানেল “ডিজিটাল স্কোয়াড” সবচেয়ে জনপ্রিয়
প্যানেল হিসাবে কম্পিউটার প্রফেশনালদের সমর্থন পেয়েছে। বাকী তিনটি পদে ড.
হাসান বাবু–তমিজউদ্দিন প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে
জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) এসকে মো. জামিনুর রহমান, যুগ্ম
মহাসচিব (এডমিন) পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট
আকতারুজ্জামান এবং যুগ্ম মহাসচিব (ফাইন্যান্স) পদে বাংলাদেশ পুলিশের
প্রোগ্রামার ইঞ্জিনিয়ার এসকে রওনকুজ্জামান নির্বাচিত হয়েছেন।
এছাড়া নতুন
ঘোষিত কমিটিতে কাউন্সিলর পদেও ড. হাসান বাবু-তমিজউদ্দিন প্যানেল ২৫ জন
কাউন্সিলর প্রতিনিধির মাঝে ১৪ জন কাউন্সিলর প্রতিনিধি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা
অর্জন করেছে। বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ার ড. হাসান বাবু-তমিজ উদ্দিন
প্যানেলের পক্ষ থেকে তাদেরকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান হয়।
নির্বাচিত নেতারা তাদের ঘোষিত ৬ দফার ভিত্তিতে আগামী তিন বছর সবাইকে নিয়ে
কাজ করে যাবে এই ব্যাপারে তাদের প্যানেলের সিদ্ধান্ত পুনরায় ব্যক্ত করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে
শক্তিশালী কম্পিউটার সোসাইটি সবার মুখপাত্র হিসাবে কাজ করে যাবে বলে
প্যানেলের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ
বিনির্মাণে দেশীয় মেধা ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেবার কথাও বলেছেন নতুন
নির্বাচিত প্রেসিডেন্ট প্রফেসর ড. হাসান বাবু। এই নির্বাচনে ৪টি পরিপূর্ণ
প্যানেলসহ একাধিক স্বতন্ত্রপ্রার্থী অংশগ্রহণ করেছিল। প্রফেসর ড. হাফিজ মোঃ
হাসান বাবুর নেতৃত্বে ‘ড. হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল, মোহাম্মদ
মিজানুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে ‘আইসিটি প্রফেসনাল প্যানেল’, প্রফেসর ড.
মুহাম্মাদ সোহেল রহমানের নেতৃত্ব ‘ড. সোহেল-তোফায়েল প্যানেল’ এবং
ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজমুল হকের নেতৃত্ব ‘ইয়াং আইসিটি প্রফেশনালস
প্যানেল’। শুক্রবার এই নির্বাচনে শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বারেরা ভোট
দিয়েছেন। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। রাত
সাড়ে ৯টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
No comments