নয়া বিশ্বব্যবস্থার পদধ্বনি : নেতৃত্বে রাশিয়া, তুরস্ক ও ইরান
ইরান, রাশিয়া ও তুরস্ক |
জার্মান
পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, নয়া বিশ্ব ব্যবস্থায় আবারও
রাশিয়া ও ইরানের আবির্ভাব ঘটতে যাচ্ছে। তুরস্ক থেকে প্রকাশিত দৈনিক সাবাহ
লিখেছে, বার্লিনের পররাষ্ট্র নীতি বিষয়ক সম্মেলনে গ্যাব্রিয়েল বলেছেন, নয়া
যে বিশ্ব ব্যবস্থা আসছে, সেখানে বৃহৎ শক্তি হিসেবে ইরান, রাশিয়া ও তুরস্কের
প্রভাব বিশ্ববাসী দেখতে পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
পররাষ্ট্রনীতি সম্পর্কে গ্যাব্রিয়েল বলেন, ওয়াশিংটন তাদের নেতৃত্ব ত্যাগ
করেছে। বাদবাকি শক্তিগুলো অচিরেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে নেতৃত্বের সেই
শূন্যতা পূরণ করবে। আফ্রিকায় চীনের প্রভাব এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে
ইরান, রাশিয়া ও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেন গ্যাব্রিয়েল। তিনি
বলেন, পশ্চিমাদের জেনে রাখা উচিত প্রতিদ্বন্দ্বীরা স্বপ্নের রাজ্যে বাস
করে না। সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে রাশিয়ার সুচি শহরে ইরান, তুরস্ক ও
রাশিয়ার বৈঠকের কথা তুলে ধরে গ্যাব্রিয়েল বলেন, এই বৈঠক-তাঁর ভাষায়-প্রাচীন
সাম্রাজ্যগুলোর পুনরাবির্ভাবের লক্ষণ।
No comments