রসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির
রংপুর
সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী
মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয়
কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট
রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচনের পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি। ক্ষমতাসীন দলের প্রার্থীকে
পেছনের দরজা দিয়ে জেতানোর কোনো চেষ্টা করলে জনগণ সেটির উপযুক্ত জবাব দেবে।
প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন ব্যক্তিদের মানসিকতা
স্বাধীন না হলে কমিশনের আইনি স্বাধীনতা কোনো কাজে আসে না বলে মন্তব্য করেন
রিজভী। তিনি বলেন, ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত
হবে। ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ১৯৬ কেন্দ্রের মধ্যে ১৩৩টিই
ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচন অবাধ,
সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। রংপুর সিটি নির্বাচনে ইসি এখনও অবাধ, সুষ্ঠু ও
গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করে বিএনপির এ
নেতা বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারবার আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি
তার বিরদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্ষমতাসীন দলের লোকেরা গোটা এলাকায়
ভয়ভীতি ছড়াচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থীকে শুরু থেকে যেভাবে হয়রানি করা
হয়েছে তাও নজিরবিহীন। রিজভী বলেন, বেসিক ব্যাংকে দুর্নীতি ও কেলেঙ্কারির
বিষয়টি জনসম্মুখে স্পষ্ট হয়ে উঠলেও ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত থাকায় দুদক
বরাবরই সেটি এড়িয়ে গেছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে এখন পর্যন্ত ৫৭টি
মামলা হলেও মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সারা দেশে নিখোঁজ অর্থাৎ গুম
আতঙ্ক থামছে না বলে মন্তব্য করে তিনি বলেন, রাজধানী থেকে নিখোঁজ হয়েছেন
ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। এ ঘটনায় তার মেয়ে
ধানমণ্ডি থানায় ডায়েরি করলেও এখনও সন্ধান পাওয়া যায়নি মারুফ জামানের।
No comments