এএসপি মিজানুরের ময়নাতদন্ত সম্পন্ন
হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস একথা জানান। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। ডা. প্রদীপ বিশ্বাস জানান, লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, চামড়ার নিচে রক্ত জমাট এবং গলায় দাগ পাওয়া গেছে। তার ভিসেরা ফ্রিজআপ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।
No comments