রংপুর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত
রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি বিলুপ্ত করে প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক করা হয়েছে। এর মাধ্যমে এই কমিটি থেকে সদ্য বিদ্রোহকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার পদ পড়লেন। এরশাদের পলিটিক্যাল অ্যান্ড প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এর বদলে প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টারকে সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়েছে। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করে পার্টির চেয়ারম্যানের অনুমতি নিতে বলা হয়েছে। এদিকে জেলা কমিটি ভেঙে দিয়ে রাঙ্গাকে দায়িত্ব দেয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বুধবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল করেছে জেলা, মহানগরসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরশাদের এ ঘোষণার মাধ্যমে রংপুর জেলা জাতীয় পার্টি থেকে বাদ পড়লেন তার ভাতিজা কেন্দ্রীয় যুগ্মমহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ছিলেন। এই কমিটির আহবায়ক ছিলেন সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার। গত ১৪ জুন এরশাদের পৈত্রিক নিবাস রংপুর মহানগরীর সেনপাড়ার স্কাইভিউ লাঙ্গল ভবনে এক সাংবাদ সম্মেলন করে রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিয়ে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণাকে চ্যালেঞ্জ করে নিজেকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করেছিলেন বড় ভাই মোজাম্মেল হক লালুর পুত্র, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। এসময় তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে দলীয় ষড়যন্ত্রকারী দাবি করে তার বিরুদ্ধে বিষোদাগার করেন। ওই দিনই আসিফকে অর্বাচিন বালক দাবি করে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের জন্য এরশাদের কাছে আহবান জানিয়েছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। নইলে রংপুরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার কথাও বলেন তিনি। ওই দিন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন আসিফের এ ধরনের সংবাদ সম্মেলন অপ্রত্যাশিত।
No comments